24 C
Bangladesh
Friday, November 15, 2024
spot_imgspot_img
Homeপ্রশিক্ষণনওগাঁর সাপাহারে ভূমি ও তৎসংশ্লিষ্ট ভূমি নিবন্ধন, ভূমি উন্নয়ন কর ও ই-নামজারি...

নওগাঁর সাপাহারে ভূমি ও তৎসংশ্লিষ্ট ভূমি নিবন্ধন, ভূমি উন্নয়ন কর ও ই-নামজারি বিষয়ক প্রশিক্ষণ

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি//

নওগাঁর সাপাহারে দুই দিন ব্যাপী ভূমি ও তৎসংশ্লিষ্ট ভূমি নিবন্ধন, ভূমি উন্নয়ন কর ও ই-নামজারি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল।

বুধবার সকাল ৯ টার সময় উপজেলা পরিষদের আয়োজনে, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প( ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি,( জাইকা)’র সহায়তায় ও প্রশিক্ষণটি বাস্তবায়ন করেন সাপাহার উপজেলা কৃষি ও সেচ বিষয়ক স্থায়ী কমিটি।
প্রশিক্ষণ পরিচালনা ভার্চুয়ালি উপস্থিতিতে বিষয়ের উপর আলোকপাত করেন অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টল কুমার রায় ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন।
রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন-১৯৫০, খাস জমি ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট আইন, জলমহাল ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট আইন, হাট-বাজার ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট আইন, অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট আইন ও বিভিন্ন প্রশ্ন উত্তর এবং মুক্ত-আলোচনার মধ্য দিয়ে একটা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ভূমি অধিদপ্তর এর সকল কর্মকর্তা-কর্মচারী, ইউপি সচিব, উদ্যোক্তা, ইউডিসি ও স্থানীয় সকল সাংবাদিক গণ।

Most Popular

Recent Comments