12.9 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeনওগাঁনওগাঁয় আকস্মিক বজ্রপাতে কিশোরীসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু

নওগাঁয় আকস্মিক বজ্রপাতে কিশোরীসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু

মুজাহিদ হোসেন ,জেলা প্রতিনিধি নওগাঁঃ

নওগাঁ জেলার ধামইরহাটে আকস্মিক বজ্রপাতে এক কিশোরীসহ তিনজন নিহত হয়েছেন। ১৯ জুলাই,সোমবার দুপুর দুইটার দিকে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—উপজেলার চক-উমর দক্ষিণপাড়া গ্রামের আছির উদ্দীনের ছেলে আব্দুর রশিদ (৬২), আলতাদিঘী এলাকার খাইরুল ইসলামের ছেলে রাসেল মাহমুদ (৩০), জগদল এলাকার হেলাল হোসেনের মেয়ে বৃষ্টি আক্তার (১৩)।

স্থানীয় এলাকাবাসীরা জানিয়েছেন, সোমবার দুপুরে বৃষ্টি শুরু হয়। সেসময় কৃষক আব্দুর রশিদ তার বাড়ির পাশে ক্ষেতে কৃষিকাজ করছিলেন। বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আর রাসেল মাহমুদও নিজের জমি পরিচর্যার সময়ে বজ্রাঘাতে মারা যান। এছাড়া বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার সময়ে বজ্রাঘাতে কিশোরী বৃষ্টির মৃত্যু হয়।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মমিন বলেন,বজ্রপাতে তিনজনের মৃত্যু খবর জেনেছি। তাদের মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

Most Popular

Recent Comments