26.8 C
Bangladesh
Thursday, December 26, 2024
spot_imgspot_img
Homeলাশ উদ্ধারনওগাঁয় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নওগাঁয় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁয় সান্ত্বনা আক্তার (৩০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ।১১মে,বুধবার সকালে সদর উপজেলার লস্করপুর সরদার পাড়া এলাকায় নিজ বাড়ি থেকে ওই গৃহবধূর লাশটি উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ ওই গ্রামের রতন আলীর স্ত্রী বলে জানা গেছে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে,নিহতের স্বামী রতন আলী স্থানীয় মাছের আড়তে কাজ করতেন। প্রতিদিনের মত রাতে খাবার খেয়ে আড়তে চলে যায় রতন। এরপর আজ সকালে বাড়িতে এসে নিজ ঘরে ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় সান্ত্বনার মরদেহ দেখতে পান তিনি। পরে থানায় খবর দিলে পুলিশ ঝুলন্ত অবস্থায় শান্তনার মরদেহ উদ্ধার করে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছিল।

ওসি আরও বলেন, এবিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Most Popular

Recent Comments