18 C
Bangladesh
Wednesday, December 25, 2024
spot_imgspot_img
Homeদূর্ঘটনানওগাঁয় কসমেটিকসের গোডাউন আগুনে পুড়ে ছাই

নওগাঁয় কসমেটিকসের গোডাউন আগুনে পুড়ে ছাই

মুজাহিদ হোসেন ,জেলা প্রতিনিধি নওগাঁঃ

নওগাঁয় কসমেটিকের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।উক্ত ঘটনায় ১৫ লাখ টাকার উপরে ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
২২ জুলাই,বৃহস্পতিবার,নওগাঁ শহরের চুড়িপট্টি এলাকার চাঁদনীচক মার্কেটের সাজঘর নামের একটি দোকানের গোডাউনে এ ঘটনা ঘটে।

নওগাঁ ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকাবাসীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ চাঁদনীচক মার্কেটের পঞ্চম তলায় সাজ ঘরের গোডাউনে আগুন দেখা যায়। আশপাশের দোকানিরা খবর দিলে ফায়ার সার্ভিসে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ড অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন দোকান মালিক।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক শামীম বাহাদুর বলেন, গোডাউনে বিভিন্ন মূল্যবান কসমেটিক, গিফট ও বিবাহের শেরওয়ানীসহ কসমেটিকের যাবতীয় সামগ্রী রাখা ছিল। সকালেও সবকিছু ঠিকঠাক ছিল। গোডাউনে আগুন লেগে পুরো মালামাল পুড়ে গেছে।

নওগাঁ ফায়ার সার্ভিসের উপ পরিচালক একেএম মোরশেদ বলেন, বৈদ্যুতিক শক সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Most Popular

Recent Comments