23.7 C
Bangladesh
Thursday, December 26, 2024
spot_imgspot_img
Homeধর্মঘটনওগাঁয় চারদিনের অর্ধদিবস কর্মবিরতি শেষে দাবি আদায়ে প্রধানমন্ত্রী বরাবর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের...

নওগাঁয় চারদিনের অর্ধদিবস কর্মবিরতি শেষে দাবি আদায়ে প্রধানমন্ত্রী বরাবর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের স্মারকলিপি প্রদান

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:

জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে সোমবার (১২সেপ্টেম্বর) থেকে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত সারা দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চারদিনের কর্মবিরতি পালন শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে জেলার ১১টি উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মাহবুবুর রহমান, মান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল ইসলাম, মহাদেবপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতান হোসেনের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের হাতে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়।

এসময় কর্মকর্তারা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদের আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সব শূন্যপদ/পদোন্নতি/চলতি দায়িত্ব নিয়োগের মাধ্যমে পূরণের এ পাঁচটি যৌক্তিক দাবি নিয়ে অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ গত ৮/১০ বছর ধরেই সুশৃঙ্খল আন্দোলন করে আসছে। যদি এর মধ্যে যৌক্তিক দাবিগুলো আদায় না হয় তাহলে পরবর্তী কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে আগামী ১৭সেপ্টেম্বর শনিবার পুনরায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের সভা আহ্বান করে আগামীতে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Most Popular

Recent Comments