22.8 C
Bangladesh
Wednesday, January 15, 2025
spot_imgspot_img
Homeসভানওগাঁয় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁয় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁয় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা জজ আদালত সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি ও সিনিয়র জেলা ও দায়রা জজ এ, কে, এম শহিদুল ইসলাম। সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিজ্ঞ বিচারক হায়দার আলী খোন্দকার, জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশনের সভাপতি এ্যাড. খোদাদাদ খান পিটু, পিপি এ্যাড. আব্দুল খালেক, জিপি এ্যাড. ফিরোজ আহম্মেদসহ প্রমুখ। পরে সেখানে সিনিয়র জেলা ও দায়রা জজ এ,কে,এম শহিদুল ইসলাম এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিজ্ঞ বিচারক মো: হায়দার আলী খোন্দকার-এর বদলী জনিত কারনে বিদায় সম্বর্ধনা দেওয়া হয়। সভায় জেলা লিগ্যাল এইড-এর বর্তমান অবস্থা এবং আগামীতে করনীয় বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও সভায় আগামী ২৮ এপ্রিল জাতীয় লিগ্যাল এইড দিবসের কর্মসূচী প্রনয়ণ করা হয়।

Most Popular

Recent Comments