মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের উজালপুর আমরিকা পাড়ার চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের মামলায় ২০ জন আসামির মধ্যে ৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন মহামান্য আদালত। গত সোমবার (১৪ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এর বিচারক হাসান মাহমুদুল ইসলাম এই রায় প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হলেন- মো. সাইদুল ইসলাম, আইজুল হক, জালাল হোসেন, হেলাল হোসেন, বেলাল হোসেন, মো. জায়েদ, আবুল হোসেন, মো. মোস্তফা, মো. সোহাগ আলী। এছাড়া মো. হাসেম আলী আরেক জনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। এদের সবার বাড়ি জেলার বদলগাছী উপজেলার উজালপুর গ্রামে।
রায়ে বলা হয়, দণ্ডবিধি ৩০২/৩৪ ধারা মোতাবেক আসামিদের অপরাধ প্রমাণিত হওয়ায় মামলার ২০ আসামির মধ্যে ৯ জনের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। সঙ্গে প্রত্যেকের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অন্য আরেক জন আসামির আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়। বাকি ১০ আসামির অপরাধ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেন আদালত। রায়ের পর কান্নায় ভেঙ্গে পড়েন আসামি পক্ষের স্বজনরা। স্বজনদের কাছে জানতে চাইলে তিনারা বলেছেন আমরা ন্যায় বিচারের জন্য উচ্চ আদালতে আপিল করব।