12.9 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeআইন ও আদালতমাদকনওগাঁয় পাঁচ শতাধিক নেশার ট্যাবলেটসহ যুবক গ্রেফতার

নওগাঁয় পাঁচ শতাধিক নেশার ট্যাবলেটসহ যুবক গ্রেফতার

মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁঃ

নওগাঁ জেলার ধামইরহাটে নতুন মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মইনুল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫।

৮ আগস্ট,রোববার বিকেলে উপজেলার সীমান্তবর্তী শিমুলতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। মইনুল ইসলাম উপজেলার রসপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।

র‌্যাব-৫ এর কোম্পানির অধিনায়ক লে. কমান্ডার তৌকির বলেন,গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী শিমুলতলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাজারের পাশ থেকে সন্দেহমুলক মইনুল ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ৫০৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে মইনুল নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

Most Popular

Recent Comments