25.3 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeদূর্ঘটনানওগাঁয় পুকুরের পানিতে ডুবে ৪ টি শিশুর মর্মান্তিক মৃত্যু

নওগাঁয় পুকুরের পানিতে ডুবে ৪ টি শিশুর মর্মান্তিক মৃত্যু

মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁঃ

নওগাঁ সদরের আরজি নওগাঁয় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে চারটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ ৩০ অক্টোবর,শনিবার দুপুরে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে।

নওগাঁর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
ঘটনা সূত্রে জানা গেছে,মৃত চারজন শিশুসহ একসঙ্গে ৬ জন ছিল। এর মধ্যে ৪ জন পুকুরে গোসল করতে নেমে পানির নিচে তলিয়ে যায়। পরে বাকি দুজনের চিৎকারে স্থানীয়রা তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

মৃত শিশুরা হলো এলাকার সালাম মন্ডলের মেয়ে খাদিজা (৮), আনোয়ার হোসেনের মেয়ে আশা (৮) এবং টুকু মন্ডলের মেয়ে সুরাইয়া (১০) এবং ছেলে ফরহাদ (৬)।

এ ঘটনায় এলাকায় বইছে শোকের মাতম।

Most Popular

Recent Comments