17.5 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeদূর্ঘটনানওগাঁয় পৃথক দূর্ঘটনায় শিক্ষার্থী ও পল্লিবিদ্যুৎ কর্মীর মর্মান্তিক মৃত্যু

নওগাঁয় পৃথক দূর্ঘটনায় শিক্ষার্থী ও পল্লিবিদ্যুৎ কর্মীর মর্মান্তিক মৃত্যু

নওগাঁয় নদীতে গোসলে নেমে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে,আবার অপরদিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লি বিদ্যুতের এক টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে।
আজ ২৬ সেপ্টেম্বর,রবিবার দুপুরে রাণীনগর উপজেলায় ও মান্দা উপজেলায় পৃথক এ দুটি মৃত্যুর ঘটনা ঘটে।

মৃত্যবরণকারী ব্যক্তিরা হলেন- নওগাঁ জেলার রাণীনগর উপজেলার বাহাদুরপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এসএসসি পরীক্ষার্থী মেহেদী হাসান (১৬) এবং রাজশাহী বাঘা উপজেলার আশরাফপুর গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে আব্দুল মান্নান (৫২)।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ বলেন, রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার কাশিমপুর এলাকার ছোট যমুনা নদীতে মেহেদী হাসানসহ কয়েকজন বন্ধু গোসল করতে নামে। এক পর্যায়ে মেহেদী হাসান নিখোঁজ হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা বিকেল সাড়ে ৫টার দিকে নদী থেকে মেহেদী হাসানের মরদেহ উদ্ধার করেন।

অন্যদিকে, মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের ভোলাবাজার এলাকায় দুপুরের দিকে পল্লী বিদ্যুতের তারের কাজ করছিলেন টেকনিশিয়ান মাহমুদুল হাসান ও আব্দুল মান্নান। অসাবধানতা বসত আব্দুল মান্নান বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।

Most Popular

Recent Comments