27.3 C
Bangladesh
Friday, November 15, 2024
spot_imgspot_img
Homeপ্রত্নতত্ত্বনওগাঁয় বিজ্ঞ আদালতের নির্দেশে রাণীনগর থানায় উদ্ধারকৃত দুটি কালো মূর্তি পাহাড়পুর জাদুঘর...

নওগাঁয় বিজ্ঞ আদালতের নির্দেশে রাণীনগর থানায় উদ্ধারকৃত দুটি কালো মূর্তি পাহাড়পুর জাদুঘর হস্তান্তর।

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি

বিজ্ঞ আদালতের নির্দেশে নওগাঁ জেলার রানীনগর থানা কর্তৃক উদ্ধারকৃত দুটি কালো পাথরের বিষ্ণু মূর্তি আজ ঐতিহাসিক পাহাড়পুর জাদুঘর কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

১৭ই ফেব্রুয়ারি ( বৃহস্পতিবার) নিশ্চিত করে পাহাড়পুর জাদুঘর এর কাস্টোডিয়ান মুহাম্মদ ফজলুল করিম আরজু জানান গত কয়েক মাস আগে রাণীনগর থানায় বিষ্ণু মুর্তি গুলী উদ্ধার হলে তা আদালতে মামলা চলমান থাকে আজ বিজ্ঞ আদালতের নির্দেশে রানীনগর থানা কর্তৃক উদ্ধারকৃত দুটি কালো পাথরের বিষ্ণু মূর্তি আজ ঐতিহাসিক পাহাড়পুর জাদুঘর কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন।

তবে মূর্তি দুইটির আনুমানিক মূল্য জানতে চাইলে, কাস্টোডিয়ান মোঃ ফজলুল করিম আরজু বলেন আমরা এটাকে কখনো টাকার বা মূল্যতে হিসাবে ধরি না তবে এটা আমাদের অমূল্য সম্পদ।

এ বিষয়ে রানীনগর থানার দায়িত্বরত অফিসার্স ইনচার্জ মোহাম্মদ শাহিন আকন্দের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন বলেন কয়েক মাস আগে মূর্তি দুটি উদ্ধার হয় বিজ্ঞ আদালতে মামলা চলমান থাকলে তা বিজ্ঞ আদালতের নির্দেশে মললা শেষে পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর করা হয়

Most Popular

Recent Comments