28.7 C
Bangladesh
Wednesday, March 12, 2025
spot_imgspot_img
Homeস্বেচ্ছাস্বেবী সংগঠননওগাঁয় বিডি ক্লিন সাপাহার শাখার উদ্যোগে পরিষ্কার - পরিচ্ছিনতার অভিযান

নওগাঁয় বিডি ক্লিন সাপাহার শাখার উদ্যোগে পরিষ্কার – পরিচ্ছিনতার অভিযান

মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁঃ

নওগাঁর সাপাহারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে সাপাহার উপজেলার মধুইল বাজারের বিডি ক্লিন সাপাহার শাখার উদ্যেগে সূর্যমূখী কিন্ডারগার্টেন স্কুল ও তার আশপাশ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ উপলক্ষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে হাত উঁচিয়ে “পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে” এই স্লোগানকে সামনে রেখে শপথ বাখ্য পাঠের মধ্যদিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করেন সূর্যমূখী কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক ও মনির এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মনিরুল ইসলাম (মনির)।

এসময় বিডি ক্লিন সাপাহার শাখার সমন্বয়ক বোরহান সুলতানের নের্তৃত্বে অন্তত ২০ জন সদস্য উপস্থিতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও জন সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

Most Popular

Recent Comments