17 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
Homeদূর্ঘটনানওগাঁয় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

নওগাঁয় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁ

নওগাঁয় জেলা পুলিশের শপিংমল ভবনে জাহিরুল ইসলাম ওরফে জুলা (৩৫) নামের এক নির্মাণ শ্রমিক বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।

আজ ১২ আগস্ট বৃহস্পতিবার,সকাল সাড়ে ১০টার দিকে শহরের বাঙ্গাবাড়ীয়া মহল্লার নওগাঁ সরকারি ডিগ্রি কলেজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। জাহিরুল ইসলাম ওরফে জুলা রাজশাহীর চারঘাট উপজেলার সাদিপুর গ্রামের মৃত কাইয়ুমের ছেলে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে ও নির্মাণ শ্রমিক আলামিন বলেন, সকাল থেকে আরসিসি পিলারের কাজ করছিলাম। কলামের নিচে জমে থাকা পানি মর্টার দিয়ে উঠানোর জন্য জুলা সেখানে মর্টার স্থাপনের প্রস্তুতি নিচ্ছিল। মর্টার স্থাপনের কাজ শেষ হলে জুলা পানিতে নেমে অপেক্ষা করছিল। এ সময় অপর এক শ্রমিক মর্টারের সুইচ দেয়ার সাথে সাথে জুলা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। পরে সুইচ বন্ধ করে তাকে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নওগাঁ সদর থানার পরিদর্শক (তদন্ত) রাজিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ সদর হাসপাতালে রয়েছে।

Most Popular

Recent Comments