15.2 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeআইন ও আদালতনওগাঁয় বিপুল পরিমাণ দেশীয় মদসহ দুইজন গ্রেফতার

নওগাঁয় বিপুল পরিমাণ দেশীয় মদসহ দুইজন গ্রেফতার

মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁ:

নওগাঁ জেলার মান্দায় দেশীয় ১০ জারকিন মদসহ দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
সোমবার (১৯ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের ভারশোঁ গ্রামের ঋষিপাড়া থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, ঋষিপাড়ার পরম চন্দ্রের ছেলে দুলু (২৭) ও বিনয় চন্দ্রের স্ত্রী রুপতি (২৪)।

স্থানীয় এলাকাবাসীরা জানান, ঋষিপাড়ায় তারা দীর্ঘদিন থেকে দেশীয় মদের ব্যবসা করছিল। ইউনিয়ন পরিষদ থেকে একাধিকবার সতর্ক করা হলেও তারা কর্ণপাত করেননি।

১৯ জুলাই,সোমবার সকাল ১০টায় স্থানীয় সমাজসেবী আব্দুস সোবহানের নেতৃত্বে গ্রাম পুলিশ ইয়াছিন আলী, আব্দুস সালাম, লোকমান আলী, সচেতন ব্যক্তি হোসেন আলী, আশরাফুল ইসলাম, একরামুল হক, আব্দুর রাজ্জাক, মাহাবুর ও ফজলুর রহমান বাবুলসহ ১২-১৫ জন ঋষিপাড়ায় যায়।এসময় মাটির নিচ থেকে ১০ জারকিন মোট প্রায় দুই মণ দেশীয় মদসহ দুলু ও রুপতিকে আটক করে থানায় খবর দেয়।

ভারশোঁ ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন বলেন, মাদক ছাড়তে একাধিকবার তাদের সতর্ক করা হয়েছে।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, এলাকাবাসী দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Most Popular

Recent Comments