মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি,নওগাঁঃ
নওগাঁ জেলার মান্দা উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
আজ ১০ অক্টোবর,রবিবার সকালে নিজ বাড়িতে মাটির কাজ করার সময় বিষধর সাপে কামড় দেয় তাকে। এরপর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে মারা যান তিনি।
মৃত ব্যক্তির নাম আনিছুর রহমান (৪০)। তিনি মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের বালুকা গ্রামের ইমাজ উদ্দিনের ছেলে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে যে,আনিছুর রহমানের পুরাতন মাটির বাড়ি ভেঙে সেখানে নতুন করে ঘর নির্মাণের কাজ চলছে। ভেঙে দেওয়া মাটিতে পানি দিয়ে কাদা তৈরির কাজ করছিলেন আনিছুর রহমান। এ সময় বিষধর একটি সাপ তাঁকে কামড় দেয়। এরপর একটি মাইক্রোবাসে তাঁকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মারা যান তিনি।
এ ব্যাপারে মান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিজয় কুমার রায় বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে ‘এন্টিভেনাম’ এর সরবরাহ নেই। তাছাড়া এ চিকিৎসায় আইসিইউ সাপোর্ট প্রয়োজন হয়। এ কারণে সাপে কাটা রোগীদের চিকিৎসা দেওয়া সম্ভব হয় না।