20.5 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeআইন ও আদালতনওগাঁয় মাদক মামলার আসামি হওয়ায় রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারিকে বহিষ্কার

নওগাঁয় মাদক মামলার আসামি হওয়ায় রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারিকে বহিষ্কার

মুজাহিদ হোসেন ,জেলা প্রতিনিধি নওগাঁঃ

নওগাঁয় মাদক মামলার আসামি হওয়ার কারণ দেখিয়ে রেডক্রিসেন্ট সোসাইটির নওগাঁ শাখার সাধারণ সম্পাদককে তার পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
২৮ আগস্ট,শনিবার দুপুরে নওগাঁর উকিলপাড়া মহল্লায় রেডক্রিসেন্ট সংগঠনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নওগাঁ ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বী এ ঘোষণা দেন।

জনাব ফজলে রাব্বী বলেন, গত ২৬ জুলাই শহরের কাঁচা বাজারের ক্রিসেন্ট মার্কেটের দো’তলার এক অফিস ঘর থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে পুলিশ।
উক্ত ঘটনায় নাজমুল হক মন্টুকে আসামি করে সদর মডেল থানায় মামলা করে পুলিশ। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় ২৮ জুলাই তাকে সাধারণ সম্পাদক পদ থেকে সাময়িক বহিষ্কার এবং তদন্ত কমিটি গঠন করা হয়।

উক্ত তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে নাজমুল হক মন্টুকে স্থায়ীভাবে সাধারণ সম্পাদক পদ হতে বহিষ্কারসহ তার আজীবন সদস্য পদ বাতিল করে কেন্দ্রকে অবগত করার ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।
ইউনিটের সাধারণ সদস্য ও পৌর কাউন্সিলর সারোয়ার তানজিদ সম্রাটকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।

কিন্তু অভিযোগ অস্বীকার করে নাজমুল হক মন্টু বলেন, যে ঘর থেকে মাদক উদ্ধার হয়েছে, সেই ঘর আমার নয়। ২০১৮ সালে হজ্জ করে আসার পর থেকে আমি ওই অফিস ঘরে আর বসি না। পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে আমাকে ফাঁসানো হচ্ছে

Most Popular

Recent Comments