14.2 C
Bangladesh
Wednesday, January 22, 2025
spot_imgspot_img
Homeঅভিযোগনওগাঁয় মোবাইল চুরির অপবাদ দিয়ে ১১ বছর বয়সী এক শিশুকে বেঁধে রেখে...

নওগাঁয় মোবাইল চুরির অপবাদ দিয়ে ১১ বছর বয়সী এক শিশুকে বেঁধে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে।

মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁ

শুক্রবার সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কের পাশে বাগাচারা এলাকায় নির্মানাধীন একটি অটো গ্যাস ফিলিং স্টেশনের সাইট অফিসে এই ঘটনা ঘটে। মোবাইল চুরির অপবাদে ১১ বছর বয়সী ওই শিশুর হাত-পা বেঁধে লাঠি দিয়ে পেটায় স্টেশনের নাইটগার্ড। এরপর হাত-পা বাঁধা অবস্থায় ঘরে আটকে রাখে শিশুটিকে। পরে বাবা-মা ও এলাকাবাসী জানতে পেয়ে বেলা ১১টার দিকে উদ্ধার করে শিশুটিকে। এসময় পালিয়ে যায় নির্যাতনকারী ওই নাইটগার্ড। শিশুটি এখন পরিবারের জিম্মায় রয়েছে।

এ বিষয়ে ভিকটিমের বাবা খোরশেদ আলম জানান, মিথ্যা অভিযোগে নির্যাতনকারীর দৃষ্টান্ত বিচার চেয়ে থানায় মামলা করবেন তিনি।

এদিকে দুপুরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে নাইট গার্ডের নাম পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে জানায় পুলিশ।

স্থানীয় ভিমপুর ইউনিয়নের চেয়ারম্যান রাম প্রসাদ ভদ্র জানান, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

Most Popular

Recent Comments