মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁঃ
নওগাঁ সদর উপজেলার বাইপাস মোড়ে অভিযান চালিয়ে ১০০ কেজি ওজনের গাঁজার একটি চালান আটক করেছে র্যাব। আজ বৃহস্পতিবার (১৯ আগষ্ট) ভোরে অভিযানটি চালানো হয়। দুপুরে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযানের সময় গাঁজা বহনকারী কাভার্ড ভ্যান ও ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- কুমিল্লা জেলার মুরাদ নগর উপজেলার হীরাকান্দা গ্রামের শাহজালাল ও একই উপজেলার দিলারপুর গ্রামের আবুল বাশার।
ঘটনার বিবরনে র্যাব জানায়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল ভোরে নওগাঁবাইপাস মোড়ে অভিযানে নামে।
অভিযানকালে কুমিল্লা থেকে বগুড়াগামী একটি কাভার্ড ভ্যান আটক করা হয়। ট্রাকে তল্লাশী করে ১০০ কেজি গাঁজা পাওয়া যায়। এসময় ড্রাইভার শাহজালাল ও আবুল বাসারকে আটক করা হয়। কাভার্ড ভ্যানে লুকিয়ে তারা গাঁজা নিয়ে যাচ্ছিলো।
এ বিষয়ে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন৩৬ (১) সারণী ১৯(গ)/২৬/৪১ ধারায় মামলা হয়েছে।
আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।