14.5 C
Bangladesh
Monday, January 20, 2025
spot_imgspot_img
Homeঅনিয়মনওগাঁয় শত্রুর বলি হলো ১০৬ টি আমগাছ

নওগাঁয় শত্রুর বলি হলো ১০৬ টি আমগাছ

মুজাহিদ হোসেন ,জেলা প্রতিনিধি নওগাঁঃ

নওগাঁর পোরশায় উপজেলার নিতপুর পশ্চিম দুয়ারপাল গ্রামের মো. আহসান আলী ও জারজিস আলী নামক দুই কৃষকের যৌথ লাগানো ১ বছর বয়সী আম্রপালি আমের ১০৬টি গাছ কেটে ও ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।

কৃষক জার্জিস ও আহসান আলি জানান, গত দুই বছর আগে ব্যাংকে লোন নিয়ে ১০বছর মেয়াদে ৫বিঘা জমি ৫লক্ষ টাকায় দুয়ারপাল জামে মসজিদ কমিটির নিকট লিজ নিয়ে আম্রপালি আমের বাগান তৈরি করি। এতে ৪১০টি আমের গাছ লাগায়। গাছ গুলো লাগাতে খরচ হয় প্রায় ১লক্ষ ৫০হাজার টাকা।

এমতাবস্থায় গত ১৬ জুলাই শুক্রবার দিবাগত রাতে ১০৬টি মাসুম আমের গাছ কেটে ও ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। ক্ষতির পরিমান প্রায় দেড়লক্ষ টাকা জানিয়ে মসজিদের এ জমি নিয়ে কোন দ্বন্দ্ব বা ঝামেলা কারো সাথে ছিলোনা বলেও জানান তারা।
এঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসীসহ ক্ষতিগ্রস্থরা।

এ বিষয়ে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আযম খান জানান, ক্ষতিগ্রস্থরা এখনো অভিযোগ নিয়ে আসেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Most Popular

Recent Comments