21.3 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
Homeআইন ও আদালতনওগাঁয় হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

নওগাঁয় হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

মুজাহিদ হোসেন ,জেলা প্রতিনিধি নওগাঁঃ

নওগাঁ জেলার ধামইরহাটে একজন সেনাবাহিনীর সদস্যের বাবা ইসমাইল হোসেনকে হত্যা মামলায় পলাতক আসামি লিয়াকত হোসেন স্বপন (৩০)কে গ্রেফতার করছে র‌্যাব।
মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার শিমুলতলী বাজার থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামী উপজেলার খেলনা ইউনিয়নের উদয়শ্রী নামক এলাকার মৃত আব্দুর সাত্তার মন্ডলের ছেলে।
র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দলের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র এএসপি এ.কে.এম এনামুল করিমের নেতৃত্বে নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন শিমুলতলী বাজার শেখাহাটী এলাকায় বিশেষ অভিযান চালান।উক্ত অভিযানে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।
উল্লেখ্য যে,গত ২২ জুলাই উদয়শ্রী গ্রামে নিজ বাড়ির প্রাচীর নির্মাণ কাজ নিয়ে প্রতিবেশি আব্দুল গণির পরিবারের সাথে বিরোধ তৈরি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে মারা যান সেনা সদস্যের পিতা ইসমাইল হোসেন।
গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Most Popular

Recent Comments