20.5 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeআইন ও আদালতমাদকনওগাঁয় ৪৭ লিটার দেশীয় তৈরী মদসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নওগাঁয় ৪৭ লিটার দেশীয় তৈরী মদসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁ

জয়পুরহাট র‌্যাব-৫ এর একটি চৌকস
আভিযানিক দল কোম্পানী কমান্ডার এর নেতৃত্বে ২৬ জুলাই ৩ ঘটিকায় নওগাঁ জেলার সদর থানাধীন নওগাঁ শহরের পৌর কিচেন মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে ৪৭ লিটার দেশীয় তৈরী মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করেন। আটককৃতরা জেলার সদর থানার দূর্গাপুর গ্রামের মৃত শিরিষ চন্দ্র বিশ্বাস এর ছেলে সুধীর চন্দ্র বিশ্বাস (৬৫), খাস নওগাঁর মৃত ওমর আলী মন্ডল এর ছেলে মোঃ জয়নাল আবেদীন (৪০), ও বনানী পাড়ার মৃত আহম্মেদ হোসেনের ছেলে মোঃ ফিরোজ হোসেন (৩০)। আসামীগণ দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য, দেশীয় তৈরী মদ অবৈধভাবে সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারেন র‌্যাব কর্মকর্তারা। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নওগাঁ জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করেন।

Most Popular

Recent Comments