মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁ জেলার আত্রাই
উপজেলার বিশা ইউনিয়নের সমাসপাড়ায় প্রায় ৫ মাস পূর্বে চুরি যাওয়া মোটরসাইকেল সাবেক আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলামের কাছ থেকে উদ্ধার করেছেন আত্রাই থানার এস আই চাঁদ আলী।
মোটরসাইকেল মালিক মান্দা থানার কাশোপাড়া ইউনিয়নের শাহিনুর জানায়, সে আশা এনজিও,র আত্রাই সমাসপাড়া শাখায় লোন সেকশানে চাকরী করেন। সেখানে প্রতি দিনের মত তার রেজিষ্ট্রেশনকৃত টিভিএস কোম্পানির এ্যাপাসি নীল রংয়ের মোটরসাইকেলটি ঘরের বারান্দায় রেখেছিলো।
গত ২২/১০/২১ ইং তারিখে গ্রীলের তালা ভেঙ্গে বারান্দা থেকে মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। এ বিষয়ে সে আত্রাই থানায় জিডি করেন এবং ব্যাক্তিগত ভাবেও বহু খুঁজাখুজি করতো।
হঠাৎ গত ৫মার্চ ২০২২ ইং তারিখে সমাসপাড়া মেকারের দোকানে ভিন্ন রংয়ের মোটরসাইকেলটি দেখে, ইঞ্জিন নং চেক করতেই বুঝতে পারে সেটা তার চুরি যাওয়া মোটরসাইকেল। এরপর জিজ্ঞেসাবাদে সাবেক নেতা সাইফুল ইসলাম জানায়, এটা তার ছেলের মটরসাইকেল, এরপর স্থানীয় চেয়ারমান তোফাজ্জল হোসেন তোফাকে মোবাইল ফোনে খবর দিলে, সাবেক ইউ’পি মেম্বার ও সাবেক আঃ নেতা সাইফুল ইসলাম মোটরসকেলের কাগজপত্র বাড়ীতে আছে এবং তা চেয়ারম্যানের কাছে উপস্থিত করবে বলে জানান। পরবর্তীতে আত্রাই থানার এসআই চাঁদ আলী এসে গাড়ীটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। সেই থেকে কাগজপত্র উপস্থিত না করে বাপ-বেটা দু’জনেই মোবাইল ফোন বন্ধ করে পলাতক হয়ে যায়।
এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ জানান, এ বিষয়ে থানায় একজন নামিয় ও ৩/৪ অজ্ঞাতকে আসামী করে মামলা হয়েছে, আসামী গ্রেফতারের চেষ্টাও চলছে।