26.5 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeইতিহাস ও ঐতিহ্যনওগাঁ জেলা থেকে বিলুপ্তির পথে হ‍্যাজাক লাইট

নওগাঁ জেলা থেকে বিলুপ্তির পথে হ‍্যাজাক লাইট

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁ জেলায় আগের দিনগুলোতে প্রত‍্যন্ত গ্রামবাংলার ঘরে ঘরে থাকতো এক হ‍্যাজাক লাইট। বাড়িতে ছোটো– বড় কোন অনুষ্ঠান যাত্রা- পালা হলে সকালবেলায় শুরু হত ঝাড়পোঁছ। তারপর সন্ধ‍্যে বেলায় তাকে জ্বালানোর প্রস্তুতি। যে কেউ এই বস্তু জ্বালাতে পারতো না। সেরকম বিশেষ ব‍্যক্তিকে সেদিন পরম সমাদরে ডেকে আনা হতো। সেদিন তাঁর চাল -চলন থাকতো বেশ দেমাকি। বাড়ির কচি-কাচারা হ‍্যাজাক প্রজ্জ্বলনকে কেন্দ্র করে গোল হয়ে বসত। এরপর তিনি হ‍্যাজাকে তেল আছে কিনা পরীক্ষা করে নিয়ে শুরু করতেন পাম্প করা। একবার একটা পিন দিয়ে বিশেষ পয়েন্টে তেল যেত। বর্তমানে হ্যাজাক লাইট বিলুপ্ত পথে।

Most Popular

Recent Comments