24 C
Bangladesh
Friday, November 15, 2024
spot_imgspot_img
Homeনিয়োগনতুন নিয়মে হবে পুলিশের কনস্টেবল নিয়োগ’-এসপি,নওগাঁ

নতুন নিয়মে হবে পুলিশের কনস্টেবল নিয়োগ’-এসপি,নওগাঁ

মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁ

নতুন নিয়মে স্বচ্ছতার ভিত্তিতে পুলিশের কনস্টেবল পদে লোক নিয়োগের প্রচারের বিষয়ে সংবাদ সম্মেলন করেছে নওগাঁ জেলার মান্দা থানা পুলিশ। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে থানার হলরুমে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান। এ সময় মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান, ইন্সপেক্টর তদন্ত মেহেদী মাসুদ, উপ-পরিদর্শক ফারুক হোসেন ও নজরুল ইসলাম, মান্দা প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান লিখিত বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে জনগণের কাঙ্ক্ষিত জনবান্ধব পুলিশ বাহিনী গঠনে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করছেন ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।

তিনি আরো বলেন, পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) স্যারের প্রবর্তিত নতুন নিয়ম ও পদ্ধতিতে সর্বোচ্চ স্বচ্ছতার ভিত্তিতে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। নিয়োগের সময় চাকরি প্রত্যাশীরা যাতে দালাল ও প্রতারকদের খপ্পরে না পড়েন সেই লক্ষ্যে জেলা পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে সেটি সার্বক্ষণিক মনিটরিং করবে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট।

Most Popular

Recent Comments