জাহিদুল ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড.একিউএম মাহবুবের নেতৃত্বে করোনা কালিন সময়ে চলছে বিশ্ববিদ্যালয়ের ব্যাপক উন্নয়ন মূলক কর্মকান্ড।এতদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস করা নিয়ে প্রায়ই হত সমস্যা। ছিলোনা পর্যাপ্ত ক্লাসরুম,ফলে ক্লাস করতে হতো টিনশেডে।তবে করোনা কালীন সময়ে ১০ তলা একাডেমিক ভবনের ৯ তলার কাজ সম্পন্ন হয়েছে।করোনা পরবর্তী শিক্ষা কার্যক্রমে থাকছে না আর ক্লাসরুম সংকট। শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাজ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বড় সমস্যার অন্যতম হচ্ছে সুপেয় পানির অভাব।এক সাক্ষাৎকারে ভিসি মহোদয় বলেছিলেন, “সুপেয় পানি শিক্ষার্থীদের দাবি নয় বরং অধিকার।” এ সমস্যা নিরসনে এবার স্থাপিত হচ্ছে নিরাপদ খাবার পানির ২-৩ টি প্লান্ট।যার প্রত্যেকটির মূল্য প্রায় ৪০ লাখ টাকা। এছাড়া পানির সমস্যা দূরীকরণে পৌরসভার সাপ্লাইয়ের পানির লাইন নিয়ে আসার জন্য বসানো হচ্ছে পাইপ।বিশ্ববিদ্যালয়ের নতুন হলের মধ্যে রয়েছে শেখ রাসেল হল। হলের পুরো কাজ শেষ হওয়া মাত্রই শুরু হয়েছে প্রধান ফটকের কাজ। অভ্যন্তরীণ বিভিন্ন সরু রাস্তাকে করা হয়েছে প্রশস্ত। এরই সাথে ইটের রাস্তাকে সংস্করণ করে করা হয়েছে সিমেন্ট ঠালাই রাস্তা। ধীরে ধীরে বিশ্ববিদ্যালয়টি ফিরে পাচ্ছে তার আপন রুপ।এরকম উন্নয়ন মূলক কর্মকান্ড চলমান থাকলে দেশের মধ্যে অন্যতম সৌন্দর্যের বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে বলে মনে করছেন শিক্ষার্থীরা।