22.8 C
Bangladesh
Wednesday, January 15, 2025
spot_imgspot_img
Homeকৃষি ও প্রকৃতিনদ-নদীতে অবৈধভাবে মাছ ধরা বন্ধ করতে হবে এবং দেশি মাছের ঐতিহ্য ফেরাতে...

নদ-নদীতে অবৈধভাবে মাছ ধরা বন্ধ করতে হবে এবং দেশি মাছের ঐতিহ্য ফেরাতে বিশেষ নজর দিতে বলেছেন খাদ্যমন্ত্রী।

মুজাহিত হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নদ-নদীতে অবৈধভাবে মাছ ধরা বন্ধ করতে হবে এবং দেশি মাছের ঐতিহ্য ফেরাতে বিশেষ নজর দিতে বলেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা চত্বর পুকুরে মাছের পোনা ছাড়ার পর এ কথা বলেন মন্ত্রী।
এ সময় ২০২২-২৩ অর্থবছরের আওতায় উপজেলা মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে আশ্রয়ণ প্রকল্প ও উপজেলা চত্বর পুকুরে ৩৩৫ কেজি মাছের পোনা ছাড়া হয়।

মন্ত্রী বলেন, মৎস্য আমাদের জাতীয় সম্পদ।

এ সম্পদ আমাদের সবাইকে রক্ষা করতে হবে। পাশাপাশি সবার মধ্যে মাছ চাষের আগ্রহ বাড়াতে হবে।

বর্তমানে অনেক তরুণ চাষি লেখাপড়া শেষে বাণিজ্যিকভাবে মাছ চাষ করছে। তারা লাভবানও হচ্ছে বেশি। বাংলাদেশ এখন সব দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ। আমরা বিশ্বাস করি, মৎস্য উৎপাদনের দিক দিয়েও আমরা স্বয়ংসম্পূর্ণ হবো।
খাল বিলে এবং নদ-নদীতে অবৈধভাবে মাছ ধরা বন্ধ করতে হবে। এবং দেশি মাছের ঐতিহ্য ফেরাতে হবে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক সুফিয়ান,উপজেলা চেয়ারম্যান শেখ ফরিদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আইয়ুব ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ প্রকল্পের আওতায় মোট ১০টি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হবে।

Most Popular

Recent Comments