25.8 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeক্যাম্পাসনারায়ণগঞ্জে ট্রাক চাপায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রহরী নিহত।

নারায়ণগঞ্জে ট্রাক চাপায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রহরী নিহত।

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ট্রাকে চাপা পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রহরী নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার বস্তল এলাকায় মদনপুর-জয়দেবপুর সড়কে ওই ঘটনা ঘটে।

নিহত প্রহরীর নাম শাহজালাল মৃধা (৩৫)। তিনি উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামের ইদ্রিস আলী মৃধার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের বরাত দিয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে বাড়ি থেকে নিজের মোটরসাইকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে বস্তল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক শাহজালালকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। পরে স্থানীয়রা ট্রাক ও এর চালকে আটক করে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি বলেন, ‘ট্রাকসহ চালক ফায়জুর রহমান (৪৫) পুলিশের হাতে আটক রয়েছেন। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

খবরঃডেইলি স্টার

Most Popular

Recent Comments