আবদুল্লাহ আল মামুন:
ফেনীতে নিরাপত্তার জোরদারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকির জন্য রবিবার (২৯ অক্টোবর) সকাল থেকে জেলা শহরজুড়ে ২ প্লাটুন ব্যাটালিয়ন আনসার এবং অঙ্গীভূত আনসার মোতায়েন করা হয়েছে। বিএনপি-জামায়াতের সকাল-সন্ধ্যা হরতালে জেলার জনগণের সার্বিক নিরাপত্তায় মাঠে রয়েছে এ ব্যাটালিয়ন আনসার সদস্যরা। পাশাপাশি অঙ্গীভূত আনসার ও ভিডিপি সদস্যরা কাজ করছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ড্যান্ট মোঃ জানে আলম সুফিয়ান পিএএম বলেন, হরতালে শান্তি-শৃঙ্খলা নিয়ন্ত্রণে জেলা শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে ব্যাটালিয়ন আনসার মোতায়েন করা হয়েছে।প্লাটুনগুলো মহিপাল ফ্লাইওভার, ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে (জিরো পয়েন্ট) এলাকায়, রেল স্টেশনসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিচ্ছে।