17.5 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
HomeUncategorizedনিরাপত্তা জোরদারে ফেনীতে ২ প্লাটুন ব্যাটালিয়ান আনসারসহ অঙ্গীভূত আনসার মোতায়েন

নিরাপত্তা জোরদারে ফেনীতে ২ প্লাটুন ব্যাটালিয়ান আনসারসহ অঙ্গীভূত আনসার মোতায়েন

আবদুল্লাহ আল মামুন:

ফেনীতে নিরাপত্তার জোরদারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকির জন্য রবিবার (২৯ অক্টোবর) সকাল  থেকে জেলা শহরজুড়ে ২ প্লাটুন ব্যাটালিয়ন আনসার এবং অঙ্গীভূত আনসার মোতায়েন করা হয়েছে।  বিএনপি-জামায়াতের সকাল-সন্ধ্যা হরতালে জেলার জনগণের সার্বিক নিরাপত্তায় মাঠে রয়েছে এ ব্যাটালিয়ন আনসার সদস্যরা। পাশাপাশি অঙ্গীভূত আনসার ও ভিডিপি সদস্যরা কাজ করছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ড্যান্ট মোঃ জানে আলম সুফিয়ান পিএএম বলেন, হরতালে শান্তি-শৃঙ্খলা নিয়ন্ত্রণে জেলা শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে ব্যাটালিয়ন আনসার মোতায়েন করা হয়েছে।প্লাটুনগুলো মহিপাল ফ্লাইওভার, ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে (জিরো পয়েন্ট) এলাকায়, রেল স্টেশনসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিচ্ছে।

Most Popular

Recent Comments