15.3 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
Homeকমিটিনিরাপদে চলি সোসাইটির আহ্বায়ক কমিটি গঠন।

নিরাপদে চলি সোসাইটির আহ্বায়ক কমিটি গঠন।

মোঃ মিঠুন সেখ মিঠু স্টাফ রিপোর্টার: নিরাপদে চলি কেন্দ্রীয় কমিটি ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।গতকাল মঙ্গলবার সংগঠনটির অফিস থেকে কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এই কমিটির অনুমোদন দেন।

কমিটিতে আহ্বায়ক: মোহাম্মদ আলিম উল্যাহ,যুগ্ন আহ্বায়ক: সাহিদ ভাষানী,যুগ্ন আহ্বায়ক: হবিব রাজা,সহ: যুগ্ন আহ্বায়ক: মো: লিয়াকত হোসেন খান,সহ: যুগ্ন আহ্বায়ক: তারেকুল ইসলাম তারেক,সদস্য সচিব: সোফিক রহমান সুমন,সহ: সদস্য সচিব: তানিয়া খন্দকার,সহ: সদস্য সচিব: জয় পল,প্রবাসি কল্যান বিষয়ক সম্পাদক : মো: হবিবুর রহমান মন্টু,সদস্য: ইলা জাহান,নাসির উদ্দিন,খাতিব মোহাম্মদ,এম এ হালিম সরকার,রুহুল আমিন (পাবনা),নাহিদ ইমন,একে আর রাজ,উপদেষ্টাবৃন্দ:জহিরুল হক (জামাল পুর),রুহুল আমিন ( নওগাঁ),রফিকুল ইসলাম ( কানাডা),বনজ কুমার ( পিরোজ পুর)।

এই সংগঠনটি কাজ হল নিরাপদ সড়ক নিয়ে সড়ক দুর্ঘটনা রোধে সচেতন করা ইত্যাদি।

আজ স্বতস্ফুর্ত ভাবে নিরাপদে চলি সোসাইটির আহ্বায়ক কমিটি গঠন হয়, ওয়ার্ড, থানা ও জেলা কমিটি পর্যায় ক্রমে হবে। কেন্দ্রিয় কমিটির সবাই স্ব স্ব জেলায় কোর্ডিনেটর হিসেবে থাকবে (থানা কমিটির সভাপতির পদ মর্যাদায় থাকবেন )।

Most Popular

Recent Comments