21.7 C
Bangladesh
Wednesday, January 22, 2025
spot_imgspot_img
Homeআইন ও আদালতনির্বাচনে অস্থিতিশীল পরিবেশের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে-অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল।

নির্বাচনে অস্থিতিশীল পরিবেশের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে-অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল।

শফিকুল ইসলাম(এমএ)
স্টাফ রিপোর্টারঃ-

আসন্ন মেহেন্দিগঞ্জ ওলানিয়া ইউনিয়ন পরিষদ উত্তর ও দক্ষিণ নির্বাচন বানচালে চেষ্টায় রত দের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন মো: নাইমুল হক,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)বরিশাল।গতকাল সন্ধ্যায় উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নমিনেশন পেপার দাখিলের পর নির্বাচন প্রার্থীদের সমর্থকদের মধ্যে ধাওয়া – পাল্টা ধাওয়া এবং মারামারি ঘটনাস্থল আজ সকাল ১১ টায় পরিদর্শন করেন তিনি। এসময় তিনি স্থানীয় লালগঞ্জ বাজার পরিদর্শন করেন এবং জনসাধারণের সাথে বিট পুলিশিং সভায় মতবিনিময় করেন। এ সময় তিনি তার বক্তব্যে বলেন “নির্বাচনে অস্থিতিশীল পরিবেশ তৈরীর লক্ষ্যে একটি পক্ষ সক্রিয়। কোন ধরনের অনিয়ম পরিলক্ষিত হলে অথবা নির্বাচনে অস্থিতিশীল পরিবেশ তৈরীর চেষ্টা করলে তাদের কঠোর হস্তে দমন করা হবে। একটি সুষ্ঠু সুন্দর অবাধ নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই আমাদের লক্ষ্য। জনগণের সহায়তা পেলে সেই কাজ আমাদের জন্য খুব সহজ হবে!”
তিনি নির্বাচনে অংশগ্রহণকারী প্রত্যেক দলের প্রার্থীদের সাথে মতবিনিময় করেন । এসময় তার সাথে উপস্থিত ছিলেন রিটার্নিং কর্মকর্তা- উপজেলা নির্বাচন কর্মকর্তা,সিনিয়র সহকারী পুলিশ সুপার (মেহেন্দিগঞ্জ সার্কেল) এবং অফিসার ইনচার্জ মেহেন্দিগঞ্জ থানা।

Most Popular

Recent Comments