18.3 C
Bangladesh
Wednesday, January 22, 2025
spot_imgspot_img
Homeআইন ও আদালতনিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের অপরাধে ৫০হাজার টাকা জরিমানা।

নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের অপরাধে ৫০হাজার টাকা জরিমানা।

আবুল হোসেন রাজু, প্রজনণ মৌসুমে ৬৫দিনের নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ ধরার অপরাধে আন নুর নামে একটি মাছধরা ট্রলারকে ৫০হাজার টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালত। বুধবার রাত ৯টার দিকে এ অর্থদন্ড করা হয়। এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মাহমুদ আলী,উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান।
কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির এ এস আই কামরুল ইসলাম জানান,কক্সবাজারের কুতুব দিয়ার খুদিয়ার টেক এলাকার দীন মোহাম্মাদ’র মালিকানাধীন এফবি আন নুর নামক একটি ট্রলার মৎস্যবন্দর আলীপুরের ইউসুফ কোম্পানীর গদিতে মাছ বিক্রির সময় অভিযান চালিয়ে ট্রলারটি মাঝি মাল্লা সহ আটক করা হয়। পরে রাত নয়টার দিকে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান সামুদ্রিক মৎস্য অধ্যাদেশ ১৯৮৩ এর ১৯ ধারা মোতাবেক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অর্থদন্ড প্রদান করেন।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বলেন, প্রজনণ মৌসুমের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অপরাধে এ জরিমানা করা হয়েছে। এসময় মৎস্য আড়ৎদার ইউসুফ কোম্পানীকে সতর্ক করে দেয়া হয়।

Most Popular

Recent Comments