14.5 C
Bangladesh
Monday, January 20, 2025
spot_imgspot_img
Homeযশোরনুরজাহান ইসলাম নীরা আর নেই, প্রধানমন্ত্রীর শোক।

নুরজাহান ইসলাম নীরা আর নেই, প্রধানমন্ত্রীর শোক।


ফারদিন মোহাম্মদ :

যশোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি নূরজাহান ইসলাম নীরার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শ্বাসকষ্ট জনিত কারণে আজ বৃহস্পতিবার (৩ জুন) সকালে মারা যান যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নূরজাহান ইসলাম নীরা। তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে আজ বেলা ১১টার দিকে পরিবারের সদস্যরা যশোর জেনারেল হাসপাতালে আনা হয় নীরাকে। সেখানে ভর্তির প্রায় ২০ মিনিট পরই মারা যান তিনি।

এ সম্পর্কে যশোর জেনারেল হাসপাতালের ডা. কাজল কান্তি দাঁ বলেন, নূরজাহান ইসলাম নীরা মূলত শ্বাসকষ্টজনিত কারণে মারা গেছেন। তিনি শ্বাসকষ্ট ছাড়াও ডায়াবেটিস, ব্লাড প্রেশার ও হার্টের রোগী ছিলেন।

যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, বেশ কিছুদিন ধরে তিনি হার্টের সমস্যাজনিত রোগে আক্রান্ত ছিলেন। সম্প্রতি তাঁর হার্টে রিং পরানো হয়। মৃত্যুর পর বেলা ১২টার দিকে তাঁর মরদেহ যশোর শহরের কাজীপাড়ায় নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয়। তার মৃত্যুতে সমবেদনা প্রকাশ করেছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী।

Most Popular

Recent Comments