15.2 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeসমিতিনোয়াখালী ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে  কাফি-হৃদয়

নোয়াখালী ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে  কাফি-হৃদয়

ববি প্রতিনিধি 

নোয়াখালী ছাত্র কল্যাণ সমিতি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সভাপতি হয়েছেন, আব্দুল্লাহ নুর কাফি ও সাধারণ সম্পাদক : মো: হৃদয় হোসেন।

আজ বৃহস্পতিবার ( ১৪ নভেম্বর) সংগনের উপদেষ্টা, একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল আলিম বছির, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ বলা হয়, আগামী এক বছরের জন্য নিম্নোক্ত পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। 

কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন  এনামুল হক হৃদয়,দীপক চন্দ্র নাথ,তামান্না সুলতানা,পান্থ মজুমদার, শাহ আরমান তামীম, মো: রায়হান ও মোহাম্মদ আবুল বাসার।

যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন  মো:রায়হান, ওয়াহেদ মির্জা, সাহেদুল ইসলাম, মোহাম্মদ রাসেল।কোষাধ্যক্ষ জান্নাতুল ফেরদাউস সুপ্তি ও

সহ-কোষাধ্যক্ষ  সিদরাতুল মুনতাহা।সাংগঠনিক সম্পাদক হয়েছেন  বিজয় দাস, রাকিব হোসেন, পারভেজ উদ্দিন রিফাত,মো: জহিরউদ্দিন,মো:শাহাদাত হোসেন, ফাতেমা তুর নুর মীম,জেসমিন আক্তার মিতু,শাফায়েত হোসেন সম্রাট,রিফাহ সানজিদা মিম ও নাহাদিয়া নওশিন।

সভাপতি আব্দুল্লাহ নুর কাফি বলেন, নোয়াখালী ছাত্রকল্যাণ সমিতি, বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশালস্থ  নোয়াখালীর শিক্ষার্থী নিয়ে কাজ করবে। নতুন কমিটিতে আমি সভাপতির দায়িত্ব পালন করছি। নোয়াখালীর শিক্ষার্থীদের যে কোনো সাহায্য, সহযোগিতা, দিক নির্দেশনার মাধ্যমে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবো

এছাড়াও প্রচার সম্পাদক  সাফায়েত হোসেন সিফাত ও উপ-প্রচার সম্পাদক মো: ইউনুস।দপ্তর সম্পাদক  পূর্ণ মজুমদারও উপ-দপ্তর সম্পাদক  তানভির হাসান।ছাত্রী বিষয়ক সম্পাদক পহেলি দাস,সংস্কৃতি বিষয়ক সম্পাদক সিদরাতুল মুনতাহা ক্রিড়া বিষয়ক সম্পাদক আরিফুল আজিজ।উপ-ক্রিড়া বিষয়ক সম্পাদক রাজু আহমেদ ও ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী।

Most Popular

Recent Comments