13.8 C
Bangladesh
Thursday, January 23, 2025
spot_imgspot_img
Homeআইন ও আদালতধর্ষনপটুয়াখালীর টেংরাখালীতে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।

পটুয়াখালীর টেংরাখালীতে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।

মারিয়াম আক্তার লাবনী,পটুয়াখালীঃ

চোখের জলে নৌকা ভাসে
রক্তে ভাসে দেশ,
ধর্ষকেরা হাসে উল্লাসে
এটাই বাংলাদেশ।

‘আমার বোন ধর্ষিতা কেনো,বাংলাদেশ জবাব চাই’ স্লোগানে রব তুলে পটুয়াখালী সদর উপজেলাধীন টেংরাখালী গ্রামের একটি সামাজিক সংগঠন ‘টেংরাখালী যুব সংঘ পরিষদ’ ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন করে।
এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমুখী কাজ করা হয় এবং অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকে এই সংগঠন্টি।
দেশে চলমান ধর্ষনের বিরুদ্ধে আজ মানববন্ধন করা হয়। মানববন্ধনে অংশ নেন টেংরাখালীর ছাত্র/ ছাত্রী সহ যুব সংঘ পরিষদের সদস্যগন। এসময় সবাই ধর্ষকদের সর্বচ্চ শাস্তি দাবি করে বিভিন্ন শ্লোগান দেন এবং আর কোন বোন যেন ধর্ষিতা না হয় সে জন্য সরকার ও প্রশাসন কে আরো কঠোর হওয়ার অনুরোধ জানান।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সহ অন্যান্য সদস্য বৃন্দ।

প্রগতি-২৪ কে এসব
তথ্য নিশ্চিত করেন সংগঠনের কোষাধ্যক্ষ মোঃ রাজিব আকন।

Most Popular

Recent Comments