14.8 C
Bangladesh
Wednesday, January 22, 2025
spot_imgspot_img
Homeআইন ও আদালতপটুয়াখালী জেলার শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার হলেন নাজমুল হাসান

পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার হলেন নাজমুল হাসান

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ মোঃ নাজমুল হাসান, এসআই (নিরস্ত্র)
বুধবার সকালে তাঁর হাতে পুরস্কার ও শুভেচ্ছা স্মারক তুলে দেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বিপিএম, পিপিএম এসময় উপস্থিত ছিলেন রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দিন।

কয়েক মাস আগে তিনি চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রে যোগদান করেন। দায়িত্ব নেওয়ার পর চরমোন্তাজ ইউনিয়নে মাদকের বিরুদ্ধে তার বলিষ্ঠ পদক্ষেপ দেখা গেছে। এ এলাকায় মাদক দমনে তাঁর পদক্ষেপ প্রশংসিত হচ্ছে।

স্বীকৃতির বিষয়ে মোঃ নাজমুল হাসান বলেন, ‘আমি সব সময় আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করি। তা ছাড়া মাদকের বিরুদ্ধে সব সময় কঠোর অবস্থানে রয়েছি। মাদকের সঙ্গে জড়িতদের কোনো ছাড় নয়।’

Most Popular

Recent Comments