25.7 C
Bangladesh
Thursday, January 23, 2025
spot_imgspot_img
Homeপ্রশিক্ষণপটুয়াখালীতে কলাপাড়ার রিও ও বরগুনার এসএসডিপি ডিপিও সদস্যদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ সমাপ্ত।

পটুয়াখালীতে কলাপাড়ার রিও ও বরগুনার এসএসডিপি ডিপিও সদস্যদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ সমাপ্ত।


পটুয়াখালী প্রতিনিধিঃ- ইউকেএইডের এর অর্থায়নে ,কনসার্নওয়ার্ল্ডওয়াইড-এর সার্বিক তত্ত্বাবধানে এবং সিবিএম ও ডিআরআরএ’র এর ব্যবস্থাপনায় “সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা প্রকল্পের পক্ষ থেকে স্থানীয় প্রতিবন্ধী স্ব- সংগঠনের (ডিপিও) সদস্যদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। প্রশিক্ষণে তথ্য গ্রহণ এবং রেফারেল লিংকেজের উপর দুই দিনের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ২৯ ও ৩০শে সেপ্টেম্বর পটুয়াখালীর এসডিএ’র প্রশিক্ষণ হলরুমে কলাপাড়া ও বরগুনা পৌরসভার ডিপিও মেম্বরদের প্রশিক্ষণ কর্মসুচীর আয়োজন করা হয়। প্রশিক্ষণের সমাপনীতে উপস্থিত ছিলেন আবু সুফিয়ান, কনসার্ন ওয়াল্ড ওয়াইড,ডাঃ মোঃ রফিকুল ইসলাম, কনসালটেড, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, বরগুনা, মাহমুদুল হাসান ইমরান,ডিআইসিবিএম, ইএইচডি প্রকল্প, মো. মিজানুর রহমান, ডিজাবিলিটি ইনক্লুশন অফিসার( ডিআইও), মো. সোহেল রানা,ডিজাবিলিটি ইনক্লুশন অফিসার, বরগুনা । প্রশিক্ষণে মাহমুদুল হাসান ইমরান ডিআইসিবিএম-ইএইচডি প্রকল্প, পুরো দুইদিনের ট্রেনিং শেষন পরিচালনা করেছেন।এই প্রশিক্ষণে মাঠ পর্যায়ে প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা বৃদ্ধি, তথ্য গ্রহন এবং বিভিন্ন ধরনের সেবা প্রদানকারী প্রতিষ্ঠকনের সাথে যোগাযোগ করার কলানকৌশল সম্বন্ধে জানতে পারবে।

Most Popular

Recent Comments