পটুয়াখালী প্রতিনিধিঃ- ইউকেএইডের এর অর্থায়নে ,কনসার্নওয়ার্ল্ডওয়াইড-এর সার্বিক তত্ত্বাবধানে এবং সিবিএম ও ডিআরআরএ’র এর ব্যবস্থাপনায় “সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা প্রকল্পের পক্ষ থেকে স্থানীয় প্রতিবন্ধী স্ব- সংগঠনের (ডিপিও) সদস্যদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। প্রশিক্ষণে তথ্য গ্রহণ এবং রেফারেল লিংকেজের উপর দুই দিনের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ২৯ ও ৩০শে সেপ্টেম্বর পটুয়াখালীর এসডিএ’র প্রশিক্ষণ হলরুমে কলাপাড়া ও বরগুনা পৌরসভার ডিপিও মেম্বরদের প্রশিক্ষণ কর্মসুচীর আয়োজন করা হয়। প্রশিক্ষণের সমাপনীতে উপস্থিত ছিলেন আবু সুফিয়ান, কনসার্ন ওয়াল্ড ওয়াইড,ডাঃ মোঃ রফিকুল ইসলাম, কনসালটেড, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, বরগুনা, মাহমুদুল হাসান ইমরান,ডিআইসিবিএম, ইএইচডি প্রকল্প, মো. মিজানুর রহমান, ডিজাবিলিটি ইনক্লুশন অফিসার( ডিআইও), মো. সোহেল রানা,ডিজাবিলিটি ইনক্লুশন অফিসার, বরগুনা । প্রশিক্ষণে মাহমুদুল হাসান ইমরান ডিআইসিবিএম-ইএইচডি প্রকল্প, পুরো দুইদিনের ট্রেনিং শেষন পরিচালনা করেছেন।এই প্রশিক্ষণে মাঠ পর্যায়ে প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা বৃদ্ধি, তথ্য গ্রহন এবং বিভিন্ন ধরনের সেবা প্রদানকারী প্রতিষ্ঠকনের সাথে যোগাযোগ করার কলানকৌশল সম্বন্ধে জানতে পারবে।