25.3 C
Bangladesh
Friday, February 21, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিপটুয়াখালীর বাউফলে পদবঞ্চিত বিএনপি নেতার পদ ফিরে পেতে জনসভা।

পটুয়াখালীর বাউফলে পদবঞ্চিত বিএনপি নেতার পদ ফিরে পেতে জনসভা।


জাহিদ শিকদার, পটুয়াখালী প্রতিনিধি।
পটুয়াখালীর বাউফল বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, পদ বঞ্চিত নেতা মো. দলিলউদ্দিন মোল্লার সাংগঠনিক পদ ফিরে পাওয়ার দাবীতে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১ টায় কালিশুরী কওমিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এই জনসভা অনুষ্ঠিত হয়।
কালিশুরী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আবদুল হক আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, আজিজুল হক কাজল।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কালিশুরী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল কাদের মিয়া, কালিশুরী ইউপির সাবেক চেয়ারম্যান শাহজাদা তালুকদার ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দলিল উদ্দিন ধলু মোল্লা,ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব ফয়সাল মোল্লা, এসময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Most Popular

Recent Comments