15.2 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeবৃক্ষ রোপণপরিবেশ বাঁচাতে ও নিরাপদে থাকতে টোয়াকের বৃক্ষ রোপণ।

পরিবেশ বাঁচাতে ও নিরাপদে থাকতে টোয়াকের বৃক্ষ রোপণ।

নিজস্ব প্রতিবেদক:

কুয়াকাটায় পরিবেশ সুস্থ রেখে নিরাপদে থাকতে ট্যুর অপারেটরস্ এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর উদ্যোগে শুক্রবার সকালে বৃক্ষরোপণ কর্মসূচির বাস্তবায়ন করা হয়েছে ।
বৃক্ষ রোপণে অংশ নেন টোয়াক প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার, সেক্রেটারি-জেনারেল আনোয়ার হোসেন আনু, জয়েন্ট-সেক্রেটারি নেছার উদ্দিন হাওলাদার, সেক্রেটারি অরগানাইজ আবুল হোসেন রাজু, সেক্রেটারি-ফিনান্স আসাদুজ্জামান মিরাজ, ফ্রেড এন্ড ট্রেড কেএম জহির, টোয়াকের ফাউন্ডার মেম্বার ও পর্যটন প্রেমী সাংবাদিক রহমান আরিফ সদস্য সোহেল মাহমুদসহ অনেকে।
কুয়াকাটা পর্যটন পার্কে প্রথম বৃক্ষ রোপনের মাধ্যমে এই সপ্তাহের বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা করা হয়। পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বেশ কয়েকটি রাস্তায় লাগানো হবে।

টোয়াক প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার জানান,
আমাদের পুরো সপ্তাহ এই আয়োজন চলবে এবং বৃক্ষরোপনের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।
টোয়াক সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন আনু জানান, কুয়াকাটা সী বীচ দিনে দিনে সাগরগর্ভে বিলীন হয়ে যাচ্ছে তাই আমরা এ উদ্যোগে নিয়েছি। সী বিচ্ এলাকায় বেশি করে গাছ লাগালে আমরা বিভিন্ন দূর্যোগ থেকে রক্ষা পেতে পারি।

Most Popular

Recent Comments