আবুল হোসেন রাজু,
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি ॥ পর্যটন কেন্দ্ৰ কুয়াকাটা সমুদ্র সৈকতে আগত পর্যটকদের জন্য ‘চেঞ্জিং জোন’ এর বিত্তি
প্রস্থর উদ্বোধন করেছে জেলা প্রশাসন। রবিবার শেষ বিকালে অতিরিক্ত জেলা প্রশাসক এবং রোটারিয়ান মো. রুবাইয়াত হোসেন ডিস্ট্রিক্ট গভর্নর যৌথ ভাবে ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। রোটারি ক্লাব ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডিস্ট্রিক ৩০৮১ এর উদ্যোগে সৈকত সংলগ্ন পর্যটন পার্কের কাছেই নির্মিত হচ্ছে ২০০০ বর্গফুটের এই চেঞ্জিং জোন। সমুদ্রে গোসল শেষে নারী-পুরুষ অতি রক্ষণ শিল ভাবে পোশাক পরিবর্তণ করার সুযোগ পাবেন একই সঙ্গে পর্যটকদের গুরুত্বপূর্ণ মালামাল সংরক্ষনের জন্য এখানে নির্মিত হবে ‘লকার রুম’। এ সময় উপস্থিত ছিলেন, কুয়াকাটা বীচ রোটারি ক্লাবের সভাপতি সেলিনা সুরভী, নির্বাচিত সভাপতি ওহিদুজ্জামান সোহেল। সাবেক এসিস্টেন্ড গভর্নর মোতালেব শরীফ, সাবেক সভাপতি সাইদ হাসান, জিয়াউর রহমানসহ অন্যান্য রোটারিয়ান।