14.8 C
Bangladesh
Wednesday, January 22, 2025
spot_imgspot_img
Homeকবিতাপাগল কাহিনী

পাগল কাহিনী

কবিতা:পাগল কাহিনী
জায়িফ দীপ।

(বরিশাল জিলা স্কুল)

লোকে তার নাম দিয়েছে তপা পাগলা –
নগ্ন পদব্রজে সে ঘুরে বেড়ায় শহরময়।
আস্তাকুড়ের অখাদ্যে হয়তো কেটে যায় তার দিন ;
রাত্রিগুলো পার হয়ে যায় “উন্নতমানের “ফুটপাতে শুয়ে।
কখনো রাস্তায় পড়ে থাকা সিগারেটে টান দেয়-
প্রলাপ বকে যায় মনে মনে ।
হয়তো ওর একটা সুন্দর গল্প ছিল,ছিল বুক ভরা আশা;
কেন সেসব হারিয়ে গেল আছে কী কারো জানা?
মনে মনে আঁকে কত যে ছবি-
মালিক বনে যায় পৃথ্বীর।
গ্রীষ্মে তার বুক ফেটে যায়, শীতে হয় কাবু ;
গৃহপালিত দামী “আলসেশিয়ান” কুকুরটাও হাসে-
সে যে অসহায় গৃহহীন।
তপা যদি যায় মারা তাহলে কি তাকে মাটিচাপা দেয়া হবে;
না ছাই বানিয়ে উড়িয়ে দেওয়া হবে আকাশে?
হয়তো তার দুর্গন্ধময় শরীর ছিঁড়ে খাবে একদল শার্মেয়।
হাজারো কিশোরের লক্ষাধিক গালি-
তার ভারসাম্যহীন মস্তিষ্কের বেদনা কী বাড়িয়ে দেয় না।
একদা সে একটা কম্বল পেয়েছিল,শীত নিবারণের জন্য,
হায়রে বিধাতা ! লুটেরা বাঘেরা ছিনিয়ে নিলো তাও;
শীত কেটে গেল তার ছেড়া জামা আর ত্যানায় জড়িয়ে
হাজারো তপা আজও স্বপ্ন দেখে মুক্তির-
কিন্তু এ যে মিথ্যে আশা ঠিক আলেয়ার আলোর মতোই।

Most Popular

Recent Comments