19.5 C
Bangladesh
Wednesday, January 22, 2025
spot_imgspot_img
Homeশোক সংকবাদ…..পানিতে ডুবে যুবকের মৃত্যু….

…..পানিতে ডুবে যুবকের মৃত্যু….

আল আমিন মৃধা ।
সাভার উপজেলা প্রতিনিধি।

সাভার উপজেলার বনগ্রাম ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাদাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় যে, মোহাম্মদ আবদুর রাজ্জাকের ছেলে আনিসুর রহমান রকি(২০) ও তার ছোটবোন দুজনে গতকাল মাগরিবের দিকে নৌকা করে লাকড়ি সংগ্রহ করতে যায়,বাড়ির পাশের খালে । পরে আকস্মিকভাবে বাতাস হয় তার সাথে ঢেউ শুরু হয়ে নৌকাডুবি হয় একপর্যায়ে ছোট বোন বড় ভাইকে বাঁচানোর জন্য চেষ্টা করেও বাঁচাতে পারেনি। ভাই চলে যায় না ফেরার দেশে। গতকাল সন্ধ্যায় স্থানীয় ভাবে খোঁজাখুঁজির পরে সকালে ফায়ার সার্ভিস ও আরবান কমিউনিটি ভলান্টিয়ার এর সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য জনাব আব্দুল মান্নান হাওলাদার,চৌকিদার ও স্থানীয় জনগণ। উল্লেখ্য যে রকির বাবা মোঃ আব্দুর রাজ্জাক উত্তরার 4 নম্বর সেক্টরের একটি বাড়ির কেয়ারটেকার হিসেবে কর্মরত আছেন ।পাঁচ সন্তানের রকি ছিল বড় ছেলে । পুরো পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তাদের গ্রামের বাড়ি নোয়াখালীতে।

Most Popular

Recent Comments