18.6 C
Bangladesh
Thursday, February 6, 2025
spot_imgspot_img
Homeপাবনাপাবনায় পালিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস।

পাবনায় পালিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস।

পাবনা প্রতিনিধি:

সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যে নিয়ে পাবনায় জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি বুধবার জাতীয় গ্রন্থাকার দিবস উপলক্ষে বিকালে সাড়ে ৩টায় পাবনা জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে গণগ্রন্থাগারের কার্যালয় চত্বর থেকে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের  শুভ উদ্বোধন করা হয়। পরে জেলা সরকারি গণগ্রন্থাগারের মিলোনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সভাপতিত্ব জনাব মোঃ এনামুল হক,সহকারী লাইব্রেরিয়ান, জেলা সরকারি গণগ্রন্থাগার,পাবনা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মফিজুল ইসলাম,

বিশেষ অতিথির,জনাব মোঃ আব্দুল খালেক, অব্যক্ষ, পাবনা ইসলামিয়া ডিগ্রি কলেজ, পাবনা,জনাব মোঃ রোস্তম আলী হেলালী, জেলা শিক্ষা অফিসার, পাবনা,জনাব স্বপন কুমার বিশ্বাস সভাপতি, বাংলাদেশ গ্রন্থাগার সমিতি, পাবনা জেলা শাখা,জনাব স্বপন কুমার বিশ্বাস সভাপতি, বাংলাদেশ গ্রন্থাগার সমিতি, পাবনা জেলা শাখা,জনাব মোঃ হাফিজুর রহমান মোল্লা, অতিরিক্ত গ্রন্থাগারিক, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,পাবনা,বেসরকারি পাঠাগার প্রতিনিধি,গ্রন্থাগার মোঃ বকুল হোসেন,আন্নদা গোবিন্দ লাইব্রেরী,ইঞ্জিনিয়ার মোঃ সাইদুর রহমান প্রতিষ্ঠাতা, নাজিরপুর জনকল্যাণ পাঠাগার,মোঃ মিঠুন শেখ মিঠু প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুল হাই সেখ স্মৃতি পাঠাগার,ফজলুল হক প্রয়াস পাঠাগার,আরো অনেক পাঠাগারের প্রতিনিধি উপস্থিত ছিলেন,এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থী,অভিভাবক,এছাড়া সাংবাদিক গণ্যমান্য ব্যক্তিবর্গ,প্রমুখ। সভায় বক্তারা শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি বাড়তি বেশি বেশি করে বই পড়ার পরামর্শ দেন। মোবাইল কিংবা গেমে আসক্ত না হয়ে জ্ঞান অর্জনের জন্য বেশি বেশি করে গ্রন্থাগারে যাবার আহ্বান করেন। শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশগ্রহণ করে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে রচনা, চিত্রাঙ্কন, বই পড়াসহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

Most Popular

Recent Comments