21.3 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
Homeপাবনাপাবনার বেড়ায় করোনা প্রতিরোধে টানা দুই দিন ব্যাপী ইয়ুথ সোসাইটি উদ্যোগে পথচারীদের...

পাবনার বেড়ায় করোনা প্রতিরোধে টানা দুই দিন ব্যাপী ইয়ুথ সোসাইটি উদ্যোগে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

স্টাফ রিপোর্টার মোঃ মিঠুন সেখ মিঠু:পাবনার বেড়ায় করোনা প্রতিরোধে টানা দুই দিন ব্যাপী স্বেচ্ছাসেবী সংগঠন “ইয়ুথ সোসাইটি বাংলাদেশ” এর উদ্যোগে এবং বেড়া মডেল থানার ওসি জনাব অরবিন্দ সরকারের সার্বিক দিক নির্দেশনায় জনসচেতনতা সৃষ্টি ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। এসময় বেড়া সিএন্ডবি বাসস্ট্যান্ড, বেড়া বাজার, বেড়া মডেল থানা ক্যাম্পাস, ঐতিহাসিক খালেক স্টেডিয়াম মোড়, বেড়া ডাক বাংলা, শম্ভুপুর, বেড়া পোর্ট ও বৃশালিখা কোল ঘাট এলাকায় করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পথচারীদের মাঝে প্রায় ১২০০ মাস্ক বিতরন করা হয়। সেই সাথে প্রতিটা দোকান, অফিস, হোটেল, সেলুনের প্রবেশমুখে এবং সিএনজি ও রিক্সায় NO MASK, NO SERVICE এর স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে। গত রবি ও সোমবার টানা দুইদিনব্যাপী সংগঠনের পরিচালনা কমিটির সভাপতি ওয়াসিফ আল আবরার, সহ-সভাপতি শাকিল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আল মুজাদ্দিদ, অর্থ সম্পাদক তারেক আহমেদ জুয়েল, দপ্তর সম্পাদক সাকিবুস সাঈদ সাকিব, সাংস্কৃতিক সম্পাদক রাফি আহমেদ সহ সাধারণ সদস্য সজিব হোসেন, মোঃ সাকিব, শিশির, নাহিদ, তামিম, রঞ্জন সহ পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত থেকে উক্ত কর্মসূচি বাস্তবায়ন করেন। এব্যাপারে বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ জনাব অরবিন্দ সরকার বলেনঃ করোনা প্রতিরোধে আমাদের সকলকেই সচেতন হতে হবে, সবাইকে মাস্ক পরিধানের আওতায় আনতে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ সোসাইটি যে উদোগ টি গ্রহন করেছে তার জন্য তাদের সংগঠন কে ধন্যবাদ। করোনা মহামারী সহ জাতির যে কোন প্রয়োজনে তোমাদের সকল উদোগ কে সহায়তা করব।তারুন্যোর জয় হোক। সংগঠনের সভাপতি ওয়াসিফ আল আবরার বলেনঃ লকডাউন শিথিল করা হয়েছে কিন্তু করোনা নির্মূল হয় নি, আপনারা দয়া করে নিজের এবং আত্নীয় স্বজনদের স্বার্থে স্বাস্থ্যবিধি মেনে চলুন। তিনি আরো বলেন সম্মানীত ওসি স্যারকে অসংখ্য ধন্যবাদ পর পর দুইদিন আমাদের উনার মুল্যবান সময় থেকে সময় দেওয়ার জন্য। স্যারের সহায়তায় আমরা যদি সবাইকে মাস্ক পড়ানোর ব্যাপারে সচেতন করতে পারি তবেই আমাদের সার্থকতা

Most Popular

Recent Comments