মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁঃ
নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নে অবস্থিত পাহাড়পুর আদিবাসী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নওগাঁ-৩ (মহাদেবপুরে, বদলগাছী) আসনের সংসদ সদস্য মোঃ ছলিম উদ্দীন তরফদার সেলিম।
বুধবার (১৮ আগস্ট ) দুপুর ২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে একতলা বিশিষ্ট একাডেমিক ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আলপনা ইয়াসমিন,বদলগাছী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু খালেদ বুলু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পাহাড়পুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান কিশোর, বদলগাছী সদর ইউপি চেয়ারম্যান আঃ সালাম মন্ডল, পাহাড়পুর আদিবাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মামুনুর রশীদ, গবরচাঁপা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানুনুর রশীদ, পাহাড়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, পাহাড়পুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আমিনুর রহমান প্রমুখ।