26.1 C
Bangladesh
Sunday, February 23, 2025
spot_imgspot_img
Homeজাতীয়পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদিত ১২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে...

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদিত ১২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সংযুক্ত।

আবুল হোসেন রাজু:

পটুয়াখালীর কলাপাড়ায় নির্মানাধীন ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট থেকে উৎপাদিত ১২০ মোওয়াট বিদ্যুৎ প্রথমবারের মত পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রীডে যুক্ত হয়েছে। বুধবার বিকাল ছয়টায় দিকে এ ইউনিটটি জাতীয় বিদ্যুৎ গ্রীডের সাথে সফলভাবে সংযুক্ত হয়। প্রায় ১৩৬ কিলোমিটার দীর্ঘ ডাবল সার্কিটের হাই ভোল্টেজ লাইনটি তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে পটুয়াখালী সদর হয়ে গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলায় নব নির্মিত ৪০০/২৩০ কেভি গ্রিড উপকেন্দ্রে যুক্ত হয়েছে। এ মাসের মধ্যেই দ্বিতীয় ইউনিটের ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূককভাবে জাতীয় গ্রীডে দিতে সক্ষম হবে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র। বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের উপ বিভাগীয় প্রকৌশলী জর্জিস তালুকদার।

Most Popular

Recent Comments