মোঃ ফেরদৌস মোল্লা, পিরোজপুর প্রতিনিধিঃ
মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ.ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্রীড়াঙ্গনে খেলোয়ারদের জন্য যে আধুনিক সুযোগ-সুবিধা সৃষ্টি করে তাদেরকে সার্বিকভাবে উৎসাহ-অনুপ্রেরনা দিয়ে যাচ্ছেন তারই রেশ ধরে দেশ-বিদেশে ক্রীড়া নৈপুন্যে তারা সফলতা অর্জন করায় বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জল হয়েছে।
মন্ত্রী গতকাল বিকেলে পিরোজপুর জেলা স্টেডিয়াম মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ অনুর্ধ্ব -১৭ জাতীয় ফুটবলে জেলা পর্যায়ের ফাইনাল খেলা শেষে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ফাইনাল খেলায় বঙ্গবন্ধু বালক দলের খেলায় টাইব্রেকারে সদর উপজেলা দল ভান্ডারিয়া উপজেলা দলকে ৩-২ গোলে এবং বালিকা দলে ভান্ডারিয়া উপজেলা দল টাইব্রেকারে ইন্দুরকানি দলকে ৩-১ গোলে পরাজিত করে। পরে প্রধান অতিথি চ্যাম্পিয়ান ও রানারআপ দলের ক্যপটেনের হাতে ট্রফি তুলে দেন। এসময় পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগৈর সিনিয়র সহ সভাপতি শাজাহান খান তালুকদারসহ প্রশাসনের কর্মকর্তা, আওয়ামীলীগ, যুবলীগের নেতৃবৃন্দ এবং দর্শনার্থীরা এসময় উপস্থিত ছিলেন।