21.3 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
Homeঅনুষ্ঠানপিরোজপুর পৌরসভার নব- নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ

পিরোজপুর পৌরসভার নব- নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ

মোঃ ফেরদৌস মোল্লা পিরোজপুর জেলা প্রতিনিধি

পিরোজপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র আলহাজ্ব মো: হাবিবুর রহমান মালেক ও ১২ কাউন্সিলরগণদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার তাদের শপথবাক্য পাঠ করান। এ সময় বিভাগীয় কমিশনার প্রথমে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত মেয়র আলহাজ্ব মো: হাবিবুর রহমান মালেক কে শপথবাক্য পাঠ করান এবং এর পরে নব-নির্বাচিত কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান।
শপথবাক্য পাঠ অনুষ্ঠানে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এমএ আউয়াল, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার, প্রেসক্লাব সভাপতি মুনিরুজ্জামান নাসিম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, পৌর আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন, জেলা ছাত্রলীগ সভাপতি জাহিদুল ইসলাম টিটু।
শপথবাক্য পাঠ করার পরে বক্তব্য রাখেন, নব-নির্বাচিত পৌর মেয়র আলহাজ্ব মো: হাবিবুর রহমান মালেক ও কাউন্সিলর আ. সালাম বাতেন। অনুষ্ঠানে জেলা প্রশাসন কার্যালয়ের কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গত ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনের তারা নির্বাচিত হন।

Most Popular

Recent Comments