25.8 C
Bangladesh
Tuesday, January 21, 2025
spot_imgspot_img
Homeসড়ক দুর্ঘটনাপীরগঞ্জের পত্নীচড়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় গার্মেন্টস কর্মীর মৃত্যু -

পীরগঞ্জের পত্নীচড়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় গার্মেন্টস কর্মীর মৃত্যু –

পীরগঞ্জ প্রতিনিধিঃ পীরগঞ্জে মটর সাইকেল দূর্ঘটনায় রোকন মিয়া( ২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

জানা যায়, রোকন মিয়া তার বাবা মা ভাইসহ ঢাকায় একটি গার্মেন্টস কোম্পানিতে এ চাকুরী করতো, পবিত্র ঈদুল আজহায় ঈদের ছুটিতে তার পরিবারসহ ঈদ করার জন্য গ্রামের বাড়ি পত্নীচড়ায় আসে।

রোকন মিয়া রংপুরের পীরগঞ্জ উপজেলার পত্নীচড়া গ্রামের মিনু মিয়ার দ্বিতীয় পুত্র।গতকাল বুধবার বিকেল ৩.৪৫ মিনিটে রোকন তার চাচাতো ভাই আহসান হাবীব কে সাথে নিয়ে বাড়ী থেকে মটর সাইকেল যোগে খালাসপীর বাজারের উদ্দেশ্যে যাওয়ার পতিমধ্যেই কামার পাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে মটর সাইকেলটি দুমড়েমুচড়ে রোডে পড়ে যায়, এরপর রোকন সহ তার চাচাতো ভাই আহসান হাবীব রোডে ছিটকে পড়ে যায় ।

তারপর রক্তাক্ত অবস্থায় রোকন কে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । পরে চিকিৎসাধীন অবস্থায় আজ রাত ১২.৫৬ মিনিটে মারা যান।

রোকনের অকাল মৃত্যুতে তার গ্রাম পত্নীচড়ায় শোকের ছায়া নেমে এসেছে ।

Most Popular

Recent Comments