পীরগঞ্জ (রংপুর) উপজেলা সংবাদদাতাঃ-
রংপুরের পীরগঞ্জ উপজেলার ০৭ বড় আলমপুর ইউনিয়নের আকুবেরপাড়া গ্রামে একটি নতুন ইটের বাড়ী আগুনে পুড়ে ছাই। আজ ১৮ নভেম্বর (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১২ টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিক খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
এলাকাবাসীর সুত্রে জানা যায়, ইউনিয়নের ওই গ্রামের মৃত্যু নিজাম উদ্দিনের ছেলে সিদ্দিকুর রহমান ঢাকায় রিক্সা চালিয়ে অনেক কষ্ট করে ইট দিয়ে নতুন বাড়ি নির্মাণ করেন। আজ দুপুরে বাড়ীর লোকজনেরা যার মতো কাজে ব্যস্ত ছিলেন। বেলা সাড়ে ১২ টার দিকে আগুনে পোড়ার গন্ধ টের পেয়ে স্থানীয় মানুষজন পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।
মুহুর্তেই ৪ টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। পরে উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর দেয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রতন শর্মা জানান এখনও আগুন লাগার সুত্রপাত পাওয়া যায়নি অনুসন্ধান চলছে,আগুনে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়।
উল্লেখ্য, মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তত্ত্বাবধানে আগুনে পুড়িয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল,ডাল শুকনো খাবার ও শীতার্ত কম্বল বিতরণ করা হয়।