মোঃ রতন মিয়া, পীরগঞ্জ প্রতিনিধি:
হাঁস পালন করে সৎপথে রোজগার করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা ০৭ নং বড় আলমপুর ইউনিয়নের সন্ন্যাসীর বাজার গ্রামের তিন যুবক তারা হলেন মোঃ মমিনুর ইসলামের ছেলে সজিব মিয়া (১৯),মোঃ জহির উদ্দিনের ছেলে মেহেদুল ইসলাম (২০),মোঃ লুলু মিয়ার ছেলে সিয়াম মিয়া (১৯)। এ লক্ষ্যে তারা তিন জন এক সাথে তাদের নিজের ৫/৬ শতক জমিতে হাঁসের খামার তৈরী করেছেন। খামারে হাঁসের সংখ্যা ৮শ’/৯শ’। সকাল হলেই হাঁসের পাল ছেড়ে দেয়া হয় জমিতে। পুরোদিন জমিতে পরিত্যক্ত ধান খাওয়ার পর সন্ধ্যায় আবার হাঁসগুলো খামারে আটকে রাখা হয়।
সরেজমিন পরিদর্শনকালে পীরগঞ্জ উপজেলার সন্ন্যাসীর বাজার গ্রামের তিন যুবকের সাথে কথা হলে তারা “দৈনিক ইত্তেহাদ২৪ ডটকম” কে বলেন, লিজকৃত জমিতে গত দুই মাস ধরে খাকি ক্যাম্বেল প্রজাতির হাঁস চাষ করছি। মনযোগ দিয়ে হাঁস পালন শুরু করেছি। আশা করছি লাভবান হবো এবং দেশের হাঁস ও ডিমের চাহিদা পুরন করতে অংশ নিতে পারবো । তারা আরও জানান, দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার রানিগঞ্জ বাজার থেকে হাঁসের বাচ্চাগুলো কিনে নিয়ে এসেছেন। প্রায় ৪/৫ মাস লালন পালনের পর হাঁসগুলো ডিম দেয়া শুরু করবে। এবারের হাঁসের ডিম বিক্রি করে তারা লাভবান হতে জোর চেষ্টা চালাচ্ছেন। সারাদিন তারা হাঁসের পাল নিয়ে লিজকৃত জমিতে অবস্থান করেন। এবার হাঁস পালনে তিন বন্ধু লাভবান হবেন বলে তারা আশাবাদী।